হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ০৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় পুলিশ অভ্যান্তরীন ৮ দলীয় ব্যাডমিন্টন টুনামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পাটকেলঘাটা থানা চত্বরে খেলাটি অনুষ্ঠিত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সহকারী পুলিশ মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মৃধা ও সাতক্ষীরা ট্রাফিক ইনসপেক্টর (টি আই) কামরুজ্জামান।

খেলায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলে পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বাবলুর রহমান খান, উপ পরিদর্শক লিটন মল্লিক, কৃষ্ণ পদ সমাদ্মার, জ্যোতির্ময় সরকার সহ জেলার বিভিন্ন থানায় থেকে আগত কর্মকর্তাবৃন্দ। ৮ দলীয় টুনামেন্ট খেলায় কলোরায়া থানার দলকে হারিয়ে তালা সার্কেল অফিসের দল চাম্পিয়ান হয়।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা সকলকে অনৈতিক ও অন্যায় কর্ম পরিহার করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন