নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার(৮আগষ্ট)রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন শশ্মানঘাটা নামক স্থানে।
নিহতরা হল খুলনা জেলার দীঘলিয়া উপজেলার ব্রহ্মগাথী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোঃ শাকিব হোসেন(২৮) অপরজন হল একই জেলার বঠিয়াঘাটা উপজেলার আব্দুল লতিফ মোল্লার ছেলে আবু লিটু মোল্লা(২৭) প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ঐ দুই যুবক ইন্ডিয়ার ইয়ামা ফিজার( ১৫০সিসি) মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা আসছিলেন।
এ সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কে মির্জাপুরের শশ্মানের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি দাঁড়ানের ট্রাকের পিছনে ঘাক্কা মারলে পড়ে গিয়ে ঘটনাস্থলে ঐ দুই যুবক নিহত হয়। তারা আরও জানান, নিহত ঐ দুই যুবক খুলনা আবু নাছের হাসপাতালের হিসাবরক্ষক ও সহকারি হিসাবরক্ষক পদে কর্মরত ছিল।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাইওয়ে পুলিশ ঘাতক-ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়।