নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার পল্লীতে সৎ মা ও বোনের ওপর মারপিটের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে পিতা। নির্যাতন কারী নগরঘাটা গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌরভ হোসেন (২০)। শনিবার দুপুরে পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।
অভিযোগ কারী তাজুল ইসলাম জানান, প্রথম স্ত্রী মারা যাওয়া পর বেপরোয়া হয়ে ওঠে ছেলে সৌরভ। বিভিন্ন সময় আমার দ্বিতীয় স্ত্রী ও বোনের প্রতি অত্যাচার করত সে । শনিবার দুপুরে সৌরভ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমার স্ত্রী ও মেয়েকে মারপিট শুরু করে । এসময় বাড়ির আসবার পত্র ভাংচুর চালায় সে। ঘটনার পর আমি বাড়িতে ফিরে এলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি দিতে থাকে । বাধ্য হয়ে আমি অবশেষে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করি।
এবিষয়ে পাটকেলঘাটায় থানার সহকারী উপ -পরিদর্শক (এ এস আই) জিহাদ জানান, ঘটনাটি তদন্ত করা হয়েছে। মঙ্গল বার দুপক্ষকে থানায় হাজির হতে বলা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।