কিশোর কুমার :
পাটকেলঘাটায় এবার স্বামীর পর স্ত্রীর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ঐ গৃহবধূ থানার সরুলিয়া ইউনিয়নের সুশান্ত আচার্যের স্ত্রী মিতার রানী আচার্য্য(২৮)। শনিবার (৪জুলাই) তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।
তালা উপজেলা হেল্থ কমপ্লেক্সের আর এম ও ফরাহ ফেরদৌস জানান, দুদিন তার স্বামী কোভিট-১৯ আক্রান্ত হওয়ার পর আজ তার স্ত্রী মিতা রানী রেজাল্ট পজেটিভ আসে।
এ নিয়ে উপজেলায় মোট ৩৩ জন করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৬জন পুরুষ আর নারী রয়েছে ৭জন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়ি সহ আশেপাশের ১০বাড়ি লকডাউন করা হয়েছে। সকলকে সচেতন হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
