হোম Uncategorized পাটকেলঘাটায় সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

পাটকেলঘাটায় সাংবাদিককে হত্যার হুমকি থানায় জিডি

কর্তৃক Editor
০ মন্তব্য 98 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ 
পাটকেলঘাটায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মাসুদ রানাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় মাসুদ রানা নিরাপত্তার জন্য থানায় একটি  সাধারন ডায়েরী করেছেন ।  সাধারন ডায়েরি নং-৬২০। সৈয়দ মাসুদ রানা সাতক্ষীরা থেকে প্রকাশিত  দৈনিক যুগের বার্তা, সাতক্ষীরা টাইম্স ২৪ এর পাটকেলঘাটা প্রতিনিধি হিসাবে কর্মরত ।
সৈয়দ মাসুদ রানা জানান,গত শুক্রবার  রাতে তার ব্যাবহৃত ফোন নাম্বারে  অজ্ঞাতনামা পরিচয় দানকারী  এক ব্যাক্তি  ০১৯১০৫৮৭০৪৭ নাম্বার থেকে হুমিক দিয়ে বলে “যা খাবি খেয়ে নে, আমি তোকে উপরে নিয়ে আসবো” তুই মৃত্যুর জন্য প্রস্ততি নে। এ ছাড়া ঐ ব্যাক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সংযোগটি কেটে দেয়  ।
এই  ঘটনার পর  দোষীদের  আইনের আওতায় এনে  উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে ,সাংবাদিক সমাজ ও রিপোটার্স ক্লাবের সকল নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন