হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় মাঠ দিবস অনুষ্ঠিত

পাটকেলঘাটায় মাঠ দিবস অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 104 ভিউজ

কিশোর কুমার :

পাটকেলঘাটায় ব্রি- হাইব্রিড -৫ জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫মে) সকাল ১০টায় থানার শাকদাহ গ্রামের কৃষক শহীদুল ইসলামের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক শহীদুল ইসলাম জানান, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর সহযোগিতায় পাটকেলঘাটা ঊসী সীডস থেকে বীজ সংগ্রহ করে ২৫ শতাংশ জমিতে তিনি ধান রোপণ করেছিলেন । তিনি আরও জানান এ ধানে রোগবালাই কম উচ্চ ফলনশীল, লবণ সহিষ্ণু এবং কম খরচে অধিক ফলন পাওয়া যায়।

এ জাতের ধান ২৮ জাতের ধানের অনুরূপ। গত( ৫ ডিসেম্বর) বীজ রোপণ করা থেকে (৫ মে) ১৪৮ দিন পর ফসল কর্তন করা হল। গতকাল সকাল ১০টায় ফসল কর্তন কালে দেখা গেছে এ জাতের ধান হেক্টর প্রতি ফলন ১৩.২০ মেট্রিক টন যা বিঘা প্রতি ৪৩ মন। ঊসী সীডস এর সত্ত্বাধিকারী কৃষিবিদ উত্তম মজুমদার বলেন, ব্রি হাইব্রিট-৫ বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল ধান ।

আগামী দিনে বাংলাদেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক মোঃ জসিম উদ্দীন, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোশারাফ হোসেন,কৃষিবিদ উত্তম কুমার মজুমদার,উপ সহকারী কৃষি কর্মকর্তা দিলিপ কুমার ঘোষ প্রমূথ ।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাতক্ষীরার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল ইসলাম বলেন, উচ্চ ফলনশীল এ ধান চাষে অনেক সফলতা পেয়েছে কৃষক। এ ধানের অধিক ফলন হওয়ার কারনে কৃষক এই হাইব্রিড ধান চাষে আগামীতে বেশ মনোযাগী হবে বলে আমার বিশ্বাস। সর্বশেষ তিনি কৃষকদের সকল বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশও প্রদান করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন