পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটা থ্রিহুইলার মালিক সমিতির উদ্যোগে ২৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় সমিতির অফিস কার্যালয়ে ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।
এ সময় তিনি থ্রি উইলার সমিতির এই মহান উদ্যোগকে স্বাগত জানান।পাশাপাশি সামজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ গ্রহণ করা করার আহবান জানান। পরিশেষে তিনি সকলে করোনা ভাইরাস মোকাবেলার জন্য সকলকে সচেতন থাকার পরামর্শ দেন । উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, কোষাধ্যক্ষ রাজিব সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।