হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় থানা পুলিশের উদ্যোগে ১০দলীয় ব্যাডমিন্টন  প্রতিযোগীতা অনুষ্টিত 

পাটকেলঘাটায় থানা পুলিশের উদ্যোগে ১০দলীয় ব্যাডমিন্টন  প্রতিযোগীতা অনুষ্টিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটায় মহান বিজয় দিবস২০২০  উপলক্ষ্যে দুই দিন ব্যাপি দশ   দলীয় ব্যাডমিন্টন টুনামেন্ট প্রতিযোগিতার  আয়োজন করা হয়েছে।শুক্রবার(৪ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬ টার দিকে  পাটকেলঘাটায় থানা চত্বরে উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগীতার, শুভ উদ্ভোধন  অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল)   হুমায়ন কবীর। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালার থানার পরিদর্শক (ওসি), মেহেদি রাসেল।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানার সহকারী  পরিদর্শক ( ওসি তদন্ত) জেল্লাল হোসেন,   উপপরিদর্শক (এস আই) নিমাই মন্ডল, জয় বালা,  পদ্দুৎ  গোলাদার সহ  তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পাটকেলঘাটা থানা পরিদর্শক(ওসি) কাজী  ওয়াহিদ মুর্শেদ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন