পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটার পল্লীতে ৩ কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে আঃ জব্বার শেখ (৬০)নামের এক ব্যাক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।আজ ১৭ই এপ্রিল দুপুরে এ মামলার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ওসি ওহিদ মোর্শেদ।মামলা নং ২ তাং ১৭/৪/২০২০।ঘটনার বিবরণে জানা গেছে গত ১৪ ই এপ্রিল দুপুরে থানার গনেশপুর গ্রামের মৃত কেরামত শেখ এর পুত্র আঃ জব্বার শেখ( ৬০) প্রতিবেশি ৩ কন্যা শিশু কে প্রলোভন দেখিয়ে নানা ভাবে যৌন হয়রানি করে।
যাঁদের মধ্যো (৭)( ৯) (১১) বছরের শিশু রয়েছে।এ ঘটনায় এক শিশুর মা শাহিদা বেগম বাদি হয়ে গত ১৫ ই এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করে খলিষখালী ক্যাম্প ইনচার্জ বরাবর।পরবর্তিতে গত ১৬ ই এপ্রিল সন্ধ্যায় বাদী ও বিবাদীর সহমতে স্থানীয় কিছু ব্যাক্তিবর্গের উপস্থিতিতে রফাদফা হয়।
এ বিষয় খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস,আই নিখিল জানিয়েছেন স্থানীয়দের উদ্যোগে বিষয়টি আপোষ হয়।এ দিকে আজ দুপুরে এ ঘটনায় মামলা রুজু হয়েছে।আসামী আঃ জব্বার শেখ কে আটক করা হয়েছে।পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।