কিশোর কুমার :
মরণঘাতি কোভিট-১৯ মোকাবেলায় জীবনের ঝুকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম ডাক্তাররা সেবা দিয়ে যাচ্ছেন। বর্তমানে তাদের নানা সমস্যার কথা উল্লেখ করে মঙ্গলবার(১৯মে) বেলা ১১টায় সমিতির পক্ষ থেকে পাটকেলঘাটা হাইস্কুলে সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ডাক্তার এস এম হাদিউজ্জামান। লিখিত বক্তব্যে তিনি বলেন সেবা দান ও স্বাস্থ্য সুরক্ষায় আমাদেরর পিপিই প্রয়োজন।
বর্তমানে অধিকাংশ সমিতির মধ্যবিত্ত পরিবারের হওয়ায় সরকারী আর্থিক প্রনোদনা প্রয়োজন। গ্রাম ডাক্তাররা নাম মাত্র মুল্য নিয়ে সার্বক্ষনিকরোগীদের সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ মুহর্তে ফ্রি মেডিকেল ক্যাম্প করেও রোগীদের সেবা দিয়ে থাকেন। বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ট্রেনিং প্রয়োজন। তাই সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সাথে সাথে গ্রাম ডাক্তারদের সরকারী ভাবে স্বীকৃতির ও আবেদন জানাচ্ছি। সংবাদ সস্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক এস এম রেজওয়ান উল্লাহ,উপদেষ্টা ডাক্তার এস এম আলাউদ্দীন, ডাক্তার জামাল উদ্দীন,গাজী গিয়াস উদ্দীন,বাবণুর রহমান,ইবাদুল অরুণ কর সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
