নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় ৮পিচ ইয়াবা সহ ১মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ঐ ব্যাক্তি থানার যুগিপুকুরিয়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে সাইফুল মোড়ল (৩৫)।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক এস আই জয়বালা জানান, গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে যুগিপুকুর গ্রামে সাইফুল ইসলামকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং-২ (তারিখ ৬-১০-২০২০)। আজ বুধবার (৭অক্টোবর) আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপার্দ করা হয়েছে।