হোম খুলনাসাতক্ষীরা পাটকেলঘাটায় আতঙ্কের নাম ছাত্রদল নেতা ইখতিয়ার,বললেন মিথ্যা অভিযোগ

পাটকেলঘাটায় আতঙ্কের নাম ছাত্রদল নেতা ইখতিয়ার,বললেন মিথ্যা অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ
স্টাফ রিপোর্টার:
পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামে আতঙ্কের নাম সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহঃ সভাপতি মো: ইখতিয়ার হোসেন(৪০)তার চাঁদাবাজী’র অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরাও,বাদ পড়ছে না আওয়ামীলীগ নেতা,কর্মী ও মমর্থকরা।
অভিযোগ উঠেছে,ছাত্রদলের ঐ নেতা জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানের পর থেকেই তান্ডব চালিয়ে যাচ্ছে নিজ গ্রামের বাড়ী সরুলিয়া গ্রামজুড়ে সাধারণ মানুষের উপর চলে তার চাঁদাবাজির রমরমা বানিজ্য করছে।
পাটকেলঘাটা থানা পুলিশের সাথে সখ্যতা গড়ে পুলিশের ভয় দেখিয়ে মানুষ’কে ঠেলে দিচ্ছে ভয়ংকর বিপদের মূখে। নাম না বলার শর্তে অনেকে বলেছেন,এই ইখতিয়ার আ.লীগ শাসন আমলে তাদের ছত্রছায়ায় থেকে বেঈমানের মুখোশ পরে ছিল এই খলনায়ক।আ’লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মুখোশ পাল্টিয়ে বিএনপি’র এ ছাত্রদল নেতা চাঁদাবাজি ও সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছে। ক্ষোভ প্রকাশ করে তৃণমূল বিএনপি’র একাধিক কর্মী জানায়, বিএনপি’র নাম ভাঙ্গিয়ে এলাকায় বসিয়েছে দখলদারিত্বের রাজত্ব। সরকার পতনের পর তার নির্যাতনে এলাকাবাসী দিশেহারা।
তারা আরও বলেন, ৫ই আগস্টের পর থেকে কাঁচা বাজারের প্রতিটি দোকান থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চাঁদা তুলে। কেউ দিতে বিলম্ব বা অস্বীকৃতি জানালে তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে প্রাণনাশের হুমকি ও দোকান উচ্ছেদ করে দেয়।
এক কথায় এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রেখেছে। কেউ তার বিরুদ্ধে কথা বললেই তাদের বিরুদ্ধে মামলা ও তাদেরকে বাড়িছাড়া করার হুমকি প্রদান করে। এমনকি ঐ এলাকার কেউ যদি জায়গা ক্রয় কিংবা বিক্রয় করে, তাকে চাঁদা দিতে হবে বাধ্যতামূলক। তার এ সকল ভয়ঙ্কর কর্মকান্ডে এলাকায় আতংক সৃষ্টি হয়েছে। সন্ত্রাসী এ কর্মকাণ্ডে এলাকাবাসী তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
অনুসন্ধানে আরও জানা গেছে, ছাত্রদল এই নেতা আ.লীগের আমলেও ইউনিয়ন পরিষদ থেকে জনগনের জন্য বরাদ্দ আসা টিন, চাল ও অর্থ লুটপাট ও চাদাঁবাজিতে লিপ্ত ছিলো। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, নতুন বাংলাদেশে এমন চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের যথাযথ ভূমিকা প্রয়োজন।
এ বিষয়ে ছাত্রদল নেতা মো: ইখতিয়ার হোসেন জানান, একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রনোদীতভাবে আমার বিষয়ে মিথ্যে অভিযোগ করছে। আমি কোনো অবৈধ ও খারাপ কাজে লিপ্ত নাই।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন