হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় অভ্যান্তরীন ধান সংগ্রহের শুভ উদ্ভোধন

পাটকেলঘাটায় অভ্যান্তরীন ধান সংগ্রহের শুভ উদ্ভোধন

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

কিশোর কুমার :

পাটকেলঘাটা  খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান, চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা খাদ্য কর্মকর্তা আবুহেনা মোস্তফা কামালের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ তালা এর আয়োজনে বৃহস্পতিবার(১৪মে) সকাল ৯টায় সভায়বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি কৃষক প্রতিনিধি বিশ্বজিৎ সাধু, পাটকেলঘাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মাকর্তা মোঃ রবিউল ইসলাম, সহকারী খাদ্য কর্মকর্তা মোঃ মিকাইল হোসেন, প্রনয় পাল সহ চাল মিল মালিক ও কৃষকলীগ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সরকার দরিদ্র কৃষকদের কথা চিন্তা করে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গুদাম কর্মকর্তাকে বলেন, আপনারা সরাসরি কৃষকের নিকট থেকেভাল মানের ধান ও মিলারদের নিকট থেকে ভাল মানের চাল সংগ্রহ করবেন। দেশের এই মহামারীর সময় সরকারের সকল সুযোগ যেন কৃষকরা পায়। কারন কৃষক না বাঁচলে দেশ বাচবে না। বোরো মৌসুমে তালায় ১হাজার ৭শ ১৬ মেট্রিকটন ধান ২৬টাকা কেজি, ১হাজার ৯৪ মেট্রিকটন সিদ্ধ ও ৬শ ৬৯ মেট্রিকটন আতপ চাল ৩৬ টাকা কেজি দরে সংগ্রহ করা
হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন