জামাল উদ্দীন :
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নে মানবতার সেবায় উৎসর্গ করে প্রশংসনীয় হয়ে উঠেছেন এক স্কুল শিক্ষক।থানা সদরের রফিকুল বিশ্বাসের পুত্র আঃ রব পলাশ।পেশায় স্কুল শিক্ষক হলেও ব্যাবসায়ী হিসাবে আত্ন মানবতার সেবায় এক উজ্জল দৃষ্টান্ত রেখে চলেছেন এ তারুণ্যের প্রতিক।কেবলমাত্র করোনা নয় সব সময় মানুষের কল্যানে কাজ করেন এ সমাজসেবক। দূর্যোগকালীন সময়ে মানুষের ঘরে,ঘরে খাবার পৌঁছে দেওয়ার নাম যেন আঃ রব পলাশ। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পর এবার ঈদ উপলক্ষে সিমাই,চিনি,নুডুলস সহ নগত অর্থ সহায়াতা প্রদান করেছেন মানুষটি।