নিজস্ব প্রতিনিধি :
মাছ চুরির ঘটনাকে কেন্দ্র করে পাটকেলঘাটার পল্লীতে ঘের ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে একদল দূর্বিত্ত। হামলার সময় তারা চা দোকানে ভাংচুর ও লুটপাট চালিয়ে চার জনকে আহত করেছে বলে জানায় স্থানীয়রা।
হামলায় আহতরা হলেন, যুগিপুকুর গ্রামের আব্দুর রউফ সরদার(৪৫), আব্দুর ছামাদ মোড়ল(৪২), আহাদ মোড়ল(৪০), আলম সরদার(৪৬)। আহতের মধ্যে আব্দুর রউপের অবস্তা গুরত্বর হওয়ায় বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এই ঘটনার পর আব্দুর রউফ বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে থানার যুগিপুকুর গ্রামের সকিনার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
মামলার বাদী আব্দুর রউফ জানায়, বৃহস্পতিবার বিকালে একই এলাকার মৃত মমিন গাজীর ছেলে জাহিদুল ইসলাম আমার ঘের থেকে মাছ চুরি করার সময় আটক করি। পরবর্তীতে আমি চোরাই মাছ সহ সাবেক ইউপি সদস্য রেকনউদ্দীন গাজীর কাছে জমা দিয়ে ঘটনাটি খুলে বলি। এরপর রাত সাড়ে আটটার দিকে মুজিবর নামে এক জৈনেক ব্যাক্তি মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অবস্থান জানতে চায়।আমি নামাজ শেষে সকিনা মোড়ের আলমের চায়ের দোকানে আসলে সেখানে থাকা লোকজন আমার সাথে চা পান করতে থাকে। ওই সময় মুজিবর সহ জাহিদুল সহ৭০ / ৮০জন দূর্বিত্ত আমাদের ওপর অর্তকিত হামলা চালায়।
হামলার এক পর্যায়ে তারা চায়ের দোকানটি ভাংচুর চালিয়ে লুটকরে দেকানের মালামাল। এরপর স্থানীয়রা আমাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায় ও ঘটনাটি পুলিশ জানায়।পুলিশ ঘটনার সত্যতা পেয়ে তিন জনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে আমি থানায় একটি মামলা দায়ের করি।
পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বাবলুর রহমান খান জানান, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে মামলা নং-৮।শুক্রবার সকালে আসামীদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
