যশোর অফিস :
পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। (২ জুলাই) বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাম জোটের উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন করে নেতৃবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, অসাধু কর্মকর্তাদের জন্যে বাংলাদেশের পাটকল গুলো ক্ষতির মুখে পড়েছে। এক হাজার কোটি টাকায় পাটকল গুলোকে আধুনিকায়ন করা যায় অথচ তা না করে এই কল গুলোকে ৬ হাজার কোটি টাকা খরচ করে বিরাষ্ট্রীয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বার্থান্বেষী-মহল পাটকল গুলো ব্যক্তি মালিকানায় তুলে দিয়ে শ্রমিক শ্রেণীকে বিপদের মধ্যে ফেলে দিতে চায়।
সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার বেকার হয়ে যাবে। ফলে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে পাটকল বন্ধ না করে ১ হাজার কোটি টাকা দিয়ে আধুনিকায়ন করার দাবি জানান তারা।
বাম গণতান্ত্রিক জোট যশোরে সমন্বয়ক এবং ইউনাইটেড কমিউনিস্ট লীগ যশোরের সম্পাদক তসলিমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, বাসদ নেতা আলাউদ্দিন ও ইউসিএলবির নেতা কামাল হাসান পলাশ।