জাতীয় ডেস্ক:
পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচাররোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই)-এর সাথে বৈঠকে বসেছে দুদক। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচায় আসে।
দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছে। সভায় মানিলন্ডারিংরোধে করনীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরাতে টাস্কফোর্স কীভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হতে পারে।
যৌথ টাস্কফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হতে পারে। এছাড়া এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করায় জোর প্রচেষ্টা থাকবে বলে জানা গেছে।