হোম জাতীয় পাচারের টাকা ফেরানোর উদ্যোগ অনৈতিক: সিপিডি

জাতীয় ডেস্ক :

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা চরম অনৈতিক বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

দেশ থেকে বিভিন্নভাবে পাচার হয়ে যাওয়া অর্থের বৈধতা দিতে বাজেটে প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কর দিয়ে এসব অর্থ বৈধ করা হলে আয়কর কিংবা অন্য কোনো কর্তৃপক্ষ এর বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। বৃহস্পতিবার (৯ জুন) নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

তবে এই উদ্যোগের ফলে বিদেশ থেকে কোনো টাকাই ফেরত আসবে না বলে জানিয়েছে সিপিডি। শুক্রবার (১০ জুন) রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট ২০২২-২৩ পর্যালোচনা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ সময় ড. ফাহমিদা খাতুন বলেন, ‘ব্যাংকঋণ নিয়ে দুর্নীতি করে অন্যায়ভাবে যারা অর্থ নিয়ে গেছে, তাদের আবার সুযোগ-সুবিধা দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা চরম অনৈতিক।’

এ ধরনের উদ্যোগ চরম অনৈতিক মন্তব্য করে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, ‘এ উদ্যোগ কোনো সফলতা বয়ে আনবে না; বরং এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করা ও নৈতিকভাবে তাদের নীতিভ্রষ্ট করার একটা প্রচেষ্টা। অন্যদিকে যারা অবৈধ উপায়ে অর্থ-সম্পদ বাইরে নিয়ে যায়, তাদের প্রকারান্তরে উৎসাহিত করা হয়েছে।’

এছাড়া শুধু জিডিপি প্রবৃদ্ধির ওপর নজর না দিয়ে মূল্যস্ফীতির চাপের পরিপ্রেক্ষিতে জনগণকে সুরক্ষা দেয়া এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার ওপর জোর দেয়ার আহ্বান জানিয়েছেন ড. ফাহমিদা।

এ সময় তিনি মোটা দাগে সিপিডির ৪টি সুপারিশ তুলে ধরেন। সেগুলো হলোঃ

১. নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর তুলে দেয়া কিংবা কর কমিয়ে ফেলা, আমদানির ক্ষেত্রে এবং দেশের ভেতরের পর্যায়েও।

২. মধ্যম ও নিম্নমধ্যম আয়ের মানুষকে করের বোঝা থেকে কিছুটা অব্যাহতি দেয়া।
৩. ভর্তুকির জন্য পর্যাপ্ত অর্থ রাখা, যাতে গ্যাস-বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখা যায় এবং কিছুদিনের জন্য সেখানে ভর্তুকি চালিয়ে যাওয়া।
৪. জনগণের জন্য বিশেষ করে দরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তাবেষ্টনীর প্রসার, এর আওতা বাড়ানো এবং পরিমাণ বাড়ানো।

সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এবং সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন