হোম খুলনাসাতক্ষীরা পাগলী  মা হলেও খোঁজ মেলেনি বাবার  

পাগলী  মা হলেও খোঁজ মেলেনি বাবার  

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগজ্ঞে মানসিক ভারসাম্যহীন ভবঘুরে অজ্ঞাতনামা এক নারী মা হলেও  খোঁজ মেলেনি বাবার । শনিবার (২৭ ডিসেম্বর) সকালে  কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে পুকুর পাড়ের তিনতলা ভবনের পাশে সদ্য প্রসূতি হওয়া শিশুটি দেখতে উপজেলা প্রশাসনকে খবর দেয় স্থানীয়রা  ।পরে  মহিলা বিষয়ক কর্মকর্তা অরনা চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে সদ্য প্রসূতি মানসিক ভারসাম্যহীন মা ও শিশু কন্যাকে উদ্ধার করে বেলা ১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়দের মধ্যে হাফিজুর রহমান,আরাফাত হোসেন সহ অনেকে জানান, মানসিক ভারসাম্যহীন এক নারী  দীর্ঘদিন যাবত নলতা হাটবাজার সহ রাস্তার পাশে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতেন। তার খেয়াল খুশি মতন যেখানে সেখানে রাত্রি যাপন করতেন। এসময়  কোন নরপশুর ধর্ষনের কারনে সে গর্ভবতী হয়ে পড়ে। আজ সকালে সন্তান জম্মদিলে  সদ্য প্রসুত শিশুকে দেখতে পেয় স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেয়।
তারা  আরো জানান, এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় আরো ৪ জন মানসিক ভারসাম্যহী নারী  ধর্ষণের শিকার হয়ে সন্তান প্রসব করলেও আজ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে জন্মদাতারা। কিছুদিন আগেও স্থানীয় এক মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার একটি বেসরকারী হাসপাতালে সন্তান প্রসব করলে সেখানে উপজেলা প্রশাসন  কোন পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ তোলেন তারা।
কালিগজ্ঞ  উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঘটনাটি শোনার পর  হাসপাতালে গিয়ে প্রসূতি ও সদ্যজাত শিশু কন্যার খোঁজখবর নিয়েছে।এ ব্যাপারে ওই নারীর সব ধরনের সহযোগিতা করা হবে । এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
কালিগঞ্জ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী জানান,  বর্তমানে  মা এবং শিশু দু,জনেই ভালো আছে। তাদের পরিচর্যার কাজে নার্স এবং ডাক্তাররা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন