হোম অন্যান্যসারাদেশ পাগলা মসজিদের দান সিন্দুকে এবার প্রায় ৪ কোটি টাকা!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয় ৪ মাস ৬ দিন পর। আজ ১২ মার্চ শনিবার সকাল ৯টায় মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়।

সকাল ১০টায় ৮টি দান সিন্দুক থেকে টাকা বের করে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এর সাথে পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এর আগে ৬ নভেম্বর দান সিন্দুক খোলা হয়েছিল। তখন ৩ কোটি ৭ লক্ষ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গিয়েছিল।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সিন্দুক খোলার সময় বাড়ানো হয়। এবার ৪ মাস ৬ দিন পর দান সিন্দুক খোলা হয়।

আজ দান সিন্দুক খুলে পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিদেশি মুদ্রা। দিনব্যাপি টাকা গণনা শেষে রাত সাড়ে ৮টায় এ তথ্য পাওয়া গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন