হোম খুলনানড়াইল পাগলা কুকুরের কামড়ে নড়াইলে শিশুসহ ১২ জন আহত

পাগলা কুকুরের কামড়ে নড়াইলে শিশুসহ ১২ জন আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলার বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২জন আহত হয়েছে । ১০ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদেরকে কুকুরে কামড়িয়ে আহত করে। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নড়াইলের সীমান্তবর্তী এলাকা গঙ্গারামপুর গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়। আহতরা হলো ৮ বছরের শিশু তানভির রহমান সামিউল। তাদের উদ্ধার করতে গিয়ে কুকুরের কামড়ে আহত হয়েছেন ইমরান নামে এক ব্যক্তি। এছাড়া নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের রাসেল মিয়ার ছেলে শিশু আবু রায়হান, রাসেল মিয়ার স্ত্রী লাইজু বেগম, একই এলাকার ফসিয়ার রহমানের স্ত্রী জেলেখা বেগম , জাহির মোল্যার ছেলে ইমন মোল্যা, আবু সাঈদের ছেলে চঞ্চল মোল্যা, মনিরুল ইসলামের শিশু কন্যা রাবেয়া, ভওয়াখালী এলাকার কবির হোসেনের স্ত্রী রেশমা বেগমকে কুকুরে কামড়িয়ে আহত করেছে। এছাড়া আরো কয়েকটি এলাকায় পাগলা কুকুরের কামড়ে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সকলেই নড়াইল জেলা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে। নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সুপ্রীতি নন্দী লক্ষ্মী জানান, পাগলা কুকুরের কামড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে অধিকাংশ শিশু। এছাড়া নারী ও পুরুষ রয়েছে। আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন