হোম অন্যান্যসারাদেশ পাকেলঘাটায় অভিনব কায়দায় প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :

পাকেলঘাটায় অভিনব কায়দায় অর্থলোপাট। ব্রাক এনজিও কর্মি পরিচয়ে গরু কেনার লোন করিয়ে দেওয়ার নামে ও হাউস লোন করিয়ে দেওয়ার নামে জামানত দেওয়া লাগবে বলে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। ভুক্তভোগী পঁচাশি জন প্রান্তিক কৃষক।

অভিযোগ সূত্রে জানা যায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামের নুর ইসলামের কন‍্যা রোজিনা খাতুন ও তালা উপজেলার খলিশখালি ইউনিয়ন এর হাজরাকাঠি গ্রামের অরবিন্দু বিশ্বাসের কন‍্যা বন্ধনা বিশ্বাস দীর্ঘদিন যাবৎ গরু ক্রয়ের লোন দেওয়ার নামে ব্রাক এনজিও কর্মি পরিচয়ে জামানত সংগ্রহ শুরু করে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামে মো:মান্নান মোল্লার স্ত্রী রোজিনা খাতুন এর উঠানে বসিয়া।

এক পর্যায়ে পঁচাশি জন প্রান্তিক কৃষককে রাজি করিয়ে জনপ্রতি ৩১০০ (তিন হাজার একশত)করে মোট ২৬৩৫০০ (দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশত)টাকা প্রতারণা করে কাউকে লোন না দিয়ে কালক্ষেপণ করিতে থাকে।।এবং রোজিনা খাতুন স্বামী মান্নান মোল্লাকে ১০০০০০০(দশ লক্ষ) টাকা হাউস লোন করিয়ে দেওয়ার জন‍্যে আরো ১০০০০০(এক লক্ষ) টাকা জামানত (চেক দিয়ে) নিয়ে প্রতারনা করিতে থাকিলে ভুক্তভোগীরা এনজিও কর্মিদ্বয়ের দেওয়া চেক সংশ্লিষ্ট ব‍্যাংকে দাখিল করিলে প্রতারকদের প্রতারনা সামনে আসে।

ভুক্তভোগীরা এনজিও কর্মিদ্বয়ের কাছে টাকা ফের‍্ৎ চাইলে তারা ভুক্তভোগীদের খুন জখমের হুমকি দিতে থাকে।উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগীরা আদালতের শরনাপন্ন হইয়া বিজ্ঞ আমলি ০৬ নং আদালত সাতক্ষীরা তিনজনকে আসামী করিয়া ১৫/১১/২২ তারিখে মামলা করিয়াছেন। মামলা নং ফটোকপিতে বোঝা যাচ্ছে না। এনজিও কর্মি পরিচয়ে এরূপ প্রতারণায় এলাকার সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন