হোম আন্তর্জাতিক পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে আইইডি বিস্ফোরণ, ৭ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দেশটির সাত সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সেনাবাহিনীর ক্যাপ্টেন।

রোববার (৯ জুন) প্রদেশটির লাকি মারওয়াতে সেনা সদস্যদের বহনকারী গাড়িতে (আইইডি) আঘাত হানে। খবর দ্য ডনের।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচি কামার এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে হামলার কবলে পড়ে।’

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি আইইডি বিস্ফোরিত হয়েছে।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, এ বিস্ফোরণে কাসুরের ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস (২৬), স্কার্দুর সুবেদার মেজর মুহাম্মদ নাজির (৫০), ঘাঞ্চির ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার (৩৪), ঘিজারের ল্যান্স নায়েক হুসেন আলি (৩৬), মুলতানের সিপাহী আসাদুল্লাহ (৩৩), গিলগিটের সিপাহী মনজুর হুসেন (২৭) এবং রাওয়ালপিন্ডি জেলার সিপাহী রশিদ মেহমুদ (৩১) নিহত হন।

তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

খাইবার পাখতুনখোয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ডাপুর লাকি মারওয়াত জেলার শাহাব খেলা এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর হওয়া হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

অন্যদিকে, পৃথক ঘটনায় বাজাউর জেলার পুলিশ তাদের চেকপোস্টে রাতের আঁধারে সন্ত্রাসীদের একটি আক্রমণ প্রতিহত করেছে। পুলিশ বলেছে, সন্ত্রাসীদের একটি দল একাধিক অস্ত্র নিয়ে খার তহসিলের মিয়াগানো এলাকায় পুলিশ পোস্টে হামলা করে। এ সময় তারা রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্রও ব্যবহার করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন