আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা হয়। এতে দেশটির অন্তত ২৩ সেনা নিহত হয়েছেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দেশটির খায়বার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের দরাবান এলাকায় এ হামলা হয়। এটি আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক ঘাঁটির মূল ফটকে বিস্ফোরক বোঝাই একটি গাড়িসহ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে পুরো ভবনটি ধসে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ছাড়া হামলায় অন্তত ছয়জন আত্মঘাতী নিহত হয়েছেন।
উদ্ধারকারীদের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলার পর অন্তত ৩৪ জনকে ডেরা ইসমাইল খান সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, হামলার সময়ে সেনাবাহিনীর সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ ছাড়া তারা বেসামরিক পোশাকে থাকায় সবাই সেনা সদস্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এসপিআর জানিয়েছে, হামলার পর শহরজুড়ে সশস্ত্রদের উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ (টিজেপি) এক বিবৃতিতে সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে।