হোম আন্তর্জাতিক পাকিস্তানে যাত্রীবাহী বাসে অতর্কিত গুলিবর্ষণ, কাওয়ালি শিল্পীসহ নিহত ৩

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অতর্কিত গুলিবর্ষণ, কাওয়ালি শিল্পীসহ নিহত ৩

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাসে ফের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে করাচিভিত্তিক সাবরি কাওয়াল গোষ্ঠীর দুই কাওয়ালি গায়কসহ তিন সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ জুলাই) বেলুচিস্তানের কালাত শহরের কাছে এই হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন।

কালাত জেলার এসএসপি সাজ্জাদ পাকিস্তানি গণমাধ্যম ডনকে জানান, কালাতে বাসে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে বিখ্যাত কাওয়ালি শিল্পী আহমেদ হুসেইন সাবরি ও তার ছেলে আহমেদ রাজা সাবরি আছেন। তারা তাদের দলের অন্যান্য শিল্পীদের সঙ্গে ওই বাসে করে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা যাচ্ছিলেন।

করাচির বিখ্যাত কাওয়ালি শিল্পী মজিদ আলি সাবরি ফোনে ডনকে বলেছেন, সশস্ত্র এই হামলায় আমার ভাই, ভাতিজা ও এক সঙ্গীত শিল্পী নিহত হয়েছেন। তিনি জানান, তার ভাই, ভাতিজা ও অন্য সঙ্গীত শিল্পীর একটি বিয়ের অনুষ্ঠানে গাইতে কোয়েটা যাচ্ছিলেন।

ফোনে ডনকে তিনি আরও বলেছেন, আহতদের মধ্যে আমাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও সঙ্গীত শিল্পীরা রয়েছেন।

এদিকে পাকিস্তানের কর্মকর্তারা জানান, কোয়েটা-করাচি মহাসড়কের নেমারঘ এলাকায় সশস্ত্র হামলাকারীরা দুই দিক থেকে বাসটিতে অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। হামলা চালাতে তারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এক কর্মকর্তা বলেছেন, প্রথমে তারা কোচটি থামায়, এরপর নির্বিচারে গুলি করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের অধিকাংশই করাচিভিত্তিক শিল্পী গোষ্ঠীটির সদস্য। হামলায় বাসটির চালকও আহত হয়েছেন।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল, অধিকাংশই মাথা ও শরীরের উপরের অংশে। গুরুতর আহত কয়েকজনকে কোয়েটার হাসপাতালে পাঠানো হয়েছে। বেলুচিস্তান প্রাদেশিক সরকারের মুখপাত্র শাদিহ রিন্ড ঘটনা, হতাহতের সংখ্যা ও স্থান নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন