হোম আন্তর্জাতিক পাকিস্তানে বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮

পাকিস্তানে বিস্ফোরণে নবদম্পতিসহ নিহত ৮

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনাজনিত এক বিস্ফোরণে নববিবাহিত দম্পতিসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

শহরের একটি বিয়েবাড়িতে অনুষ্ঠান চলাকালীন অতিথিরা উপস্থিত থাকার সময় এই বিস্ফোরণ হয়েছে বলে জানয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহিবজাদা ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বর ও কনে, তাদের মা, চাচা, খালা, এক চাচাতো ভাইসহ দুই প্রতিবেশী নিহত হয়েছেন।

উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে থেকে ১৯ জনকে উদ্ধার উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আটজন মারা গেছেন। দুই শিশুসহ আহত হয়েছে ১১ জন।

বিস্ফোরণে ছাদ ধসে পড়ায় অধিকাংশ ব্যক্তি গুরুতর আঘাত পেয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই।

এক বিবৃতিতে পুলিশ জানায়, এলাকা পুরোপুরি নজরদারিদে আছে।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন