আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে ১৬ সেনাকে হত্যা করা হয়েছে। হামলায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় একটি সেনা চৌকিতে ৩০ জনেরও বেশি ‘সশস্ত্র ব্যক্তি’ হামলা চালায়।
আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে দুই ঘণ্টাব্যাপী এই হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হামলাকারীরা চেকপয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র এবং অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গোয়েন্দা কর্মকর্তাও নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে, ‘পাকিস্তানি তালেবান’ হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ’ নিতেই এ হামলা করা হয়েছে।