হোম আন্তর্জাতিক পাকিস্তানে ‘নিজস্ব’ সরকার গঠন করতে চান ইমরান খান!

পাকিস্তানে ‘নিজস্ব’ সরকার গঠন করতে চান ইমরান খান!

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান চান তার দল পিটিআই ‘নিজস্ব সরকার’ গঠন করবে। সেটা হতে পারে কেন্দ্রে, খাইবার পাখতুনখোওয়া প্রদেশে বা পাঞ্জাবে।এমন কথা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমকে একথা বলেন গওহর। সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

গওহর বলেন, খাইবার পাখতুনখোওয়ায় আলী আমিন গন্দাপুরকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। দু-একদিনের মধ্যে আমরা স্পিকার ও ডেপুটি স্পিকার পদে আমাদের প্রার্থী ঘোষণা করব।

একই সময় ব্যারিস্টার আলী জাফর নামের আরেকজন বলেন, ‘নির্বাচনের প্রকৃত ফলাফলের দিকে তাকালে দেখা যাবে যে, পিটিআই আজই সরকার গঠন করার মতো অবস্থানে আছে।’

এদিকে, ইমরান খানের বোন আলিমা খান জানিয়েছেন, যেসব কেন্দ্রে পিটিআই’র ভোট চুরি হয়েছে, সেই ভোটগুলো ফেরত পেতে চান ইমরান খান।

তিনি আরও বলেন, সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে, পাকিস্তানের নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। এটা এখন সবচেয়ে ভালো হবে যে পিটিআই’র প্রাপ্ত ভোটগুলো দলটিকে ফিরিয়ে দেয়া। তা না হলে ম্যান্ডেটের জন্য রাস্তায় নামতে বাধ্য হবে সবাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন