হোম আন্তর্জাতিক পাকিস্তানে নতুন দল, নেপথ্যে ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পারভেজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী পারভেজ খটক নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দলের নাম দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টারিয়ানস। দলটিতে এরই মধ্যে ইমরান খানের দলের সাবেক অর্ধশতাধিক এমপি যোগ দিয়েছেন।

সোমবার (১৭ জুলাই) একটি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ খবর জানিয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খটকের গঠিত দলে এরইমধ্যে যোগ দিয়েছেন বেশ কয়েকজন হাই প্রোফাইল সাবেক পিটিআই নেতা। তাদের মধ্যে খাইবার পাখতুনখাওয়ার সাবেক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, সাবেক এমপি শওকত আলী, সৈয়দ মুহাম্মদ ইশতিয়াক উমর উল্লেখযোগ্য। সবমিলিয়ে ৫৭ জন এমপি যোগ দিয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।

এমন এক সময়ে বিষয়টি সামনে এলো যখন ইমরান খানের বিরুদ্ধে আবারও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তার বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়েছে। ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ক্রমাগত চাপের মুখে রয়েছেন। দল থেকে প্রতিনিয়ত নেতারা পদত্যাগ করছেন।

খটক কেবল দল গঠন করেই ক্ষ্যান্ত হননি, তিনি ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে গত ৯ মে যে সহিংসতা হয়েছিল তারও নিন্দা করেছেন।

কেবল পারভেজ খটকই নন, এর আগে গত জুন মাসে নতুন দল গঠন করে পিটিআইকে আরও এক দফা ক্ষতিগ্রস্ত করেছেন ইমরান খানের আরেক ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীর তারিন, আলীম খান এবং অন্যান্য নেতারা। সে সময় পাঞ্জাবে ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টি গঠন করেন তারিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন