হোম আন্তর্জাতিক পাকিস্তানে দুই পর্যটককে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তানের বিখ্যাত পর্যটনকেন্দ্র জিয়ারত থেকে দুই পর্যটককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। এদের মধ্যে একজন সরকারি কর্মকর্তা। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, অস্ত্রধারীরা বেলুচিস্তানের ওয়ারচম এলাকা থেকে দুই পর্যটককে তুলে নিয়ে যায়। তবে তারা তাদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয়। পর্যটকরা পরিবারসহ করাচি থেকে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিলেন।

এই ঘটনায় বিশেষ নির্দেশনা জারি করেছে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দুস বিজেনজো। তিনি পুলিশ এবং প্রশাসনকে অপহৃত পর্যটকদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এছাড়া এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই অপহরণের প্রতিবাদে স্থানীয় আদিবাসীরা রাস্তা অবরোধ করে। পর্যটকদের উদ্ধার করতে এবং এই ধরনের ঘটনা বন্ধ করতে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে তারা কোয়েটা-জিয়ারাত সড়ক বন্ধ করে দেয়।

এদিকে ভারতে পাকিস্তানি এক সাংবাদিকের সফর নিয়ে তোলপাড় চলছে। ক্ষমতাসীন দল বিজেপিসহ রাজনৈতিক দলগুলো সেই বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। নুসরাত মির্জা নামের ওই সাংবাদিক ভারত থেকে বহু গোপন তথ্য নিয়ে নিজ দেশের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দিয়েছেন বলেও দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন