হোম খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে লিটন দাস কি খেলবেন?

খেলাধূলা ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে রোববার (৬ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। সেমির সম্ভাবনা জাগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ এ ম্যাচে শঙ্কা কাটিয়ে লিটন দাসের খেলার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে নানা সমীকরণ মাথায় নিয়ে রোল্টন ওভালে অনুশীলন সেরেছে টাইগাররা। যদিও ঐচ্ছিক অনুশীলনে অন্যান্য অনেক ক্রিকেটারে মতো ছিলেন না চলতি বিশ্বকাপের দারুণ পারফর্মার লিটন দাসও। ভারতের বিপক্ষে ম্যাচের দিন ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তাই শেষ সময়েও অনুশীলন না করায় প্রশ্ন উঠে, পাকিস্তানের বিপক্ষে লিটন দাস খেলবেন তো?

তবে দলীয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে খেলবেন বলেই লিটন দাস বিশ্রামে আছেন। ম্যাচের আগে অ্যাডিলেড ওভালের নেটে ব্যাটিং করবেন তিনি। খেলবেন ম্যাচও।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, লিটন দাসকে নিয়ে চিন্তার কারণ নেই। তিনি বলেছিলেন, লিটনের সমস্যাটাকে ঠিক ইনজুরি বলা যাবে না। সে হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। হাঁটাচলায় সমস্যা হচ্ছে না। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।

সেমির সমীকরণের কঠিন মারপ্যাঁচে পাকিস্তানও। অনুশীলন করেননি তারা। ভাগ্যের দিকে তাকিয়ে বাবর আজমের দল।

মুখোমুখি দেখায় স্পষ্ট আধিপত্য পাকিস্তানের। এর আগে খেলা ১৭ টি-টোয়েন্টিতে ১৫টিতে জিতেছে তারা। মাত্র ২টিতে জয় বাংলাদেশের। এবার অ্যাডিলেডে কি এশিয়ান জায়ান্টদের হারাতে পারবে লাল-সবুজ বাহিনী? জানা যাবে রোববার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন