হোম খেলাধুলা পাকিস্তানের বিপক্ষে থাকছে না বড় পরিবর্তন, ঘোষণা বুধবার

আন্তর্জাতিক ডেস্ক :

তিন টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলতে শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। এদিকে, দুই দলই এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। তবে এখনো দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ।

শেষমেশ শুক্রবার (১২ নভেম্বর) দল ঘোষণার কথা ছিল, কিন্তু সেটিও পিছিয়ে যায়। তবে শনিবার (১৩ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, অনেকদিন পর বোর্ডে এসেছি। বিশ্বকাপের জন্য দেশের বাইরে ছিলাম। আজ অনুশীলন শুরু হলো। আমরা, কোচ, নির্বাচক, কিছু খেলোয়াড় এবং পরিচালক-সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি।

তিনি বলেন, ‘এরই মধ্যে পাকিস্তান দলও এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খুবই ভালো খেলেছে। আমাদের জন্য কঠিন টুর্নামেন্ট হবে তা বলার অপেক্ষা রাখে না। আমাদের ফর্মটা ওরকম ভালো না। ফর্ম চলে আসবে। এটা এক সময় ওপরে থাকে এক সময় নিচে থাকে। আমরা কাজগুলো করতে পারি, পারফরম্যান্সগুলো ভালো করে করতে পারি, বাংলাদেশের জনগনের প্রত্যাশা যেন মেটাতে পারি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। টিমের ব্যাপার আছে। টিমের স্টাফের ব্যাপার আছে। আমরা হয়ত ১৬ তারিখের দিকে স্কোয়াড ফাইনাল করে দেব।’

তিনি আরও বলেন, কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। সেখানে নতুন খেলোয়াড় দেখতে পারবেন। ২-১ জন পরিবর্তন হতে পারে।

এদিকে, মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইকেট কেমন হবে তা নিয়েও আগ্রহ সবার। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘আমরা শেষ যে উইকেট খেলেছি, ওই মাসে কিন্তু আমাদের দেশের উইকেট ওই রকমই থাকে। আবহাওয়ার কারণে। তবে এই সময়ে কিন্তু উইকেট ভালো থাকে। এই সময়ে কিন্তু আমরা বিপিএল করে থাকি। আমরা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলি। বিসিএলও খেলি। আশা করছি ভালো উইকেট পাব। আরেকটা বিষয়, উইকেটে বেশি চাপ পড়বে না, কারণ আমরা চট্টগ্রামেও খেলছি। আশা করছি ভালো উইকেট পাবো।’

তিনি আরও যোগ করেন, উইকেটের জন্যই যে খারাপ খেলছি তা না। আমাদের টেকটিক্যাল, অ্যাটিটিউড, পারফরম্যান্স করার ছিল সেটা কিন্তু করতে পারিনি।’

আকরাম খান বলেন, খেলোয়াড়রা যে খারাপ খেলেছে শুধু সেটা কাউন্ট করলেই তো হবে না। পুরো টিম পরিবর্তন করলেই ফল আসবে এমন ধারণাও ভুল। হ্যা কিছু খেলোয়াড়ের কাছ থেকে প্রত্যাশা বেশি ছিল। আশা ছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

এদিকে, ফিল্ডিং কোচ পরিবর্তন নিয়ে আকরাম খান বলেন, ‘কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় স্থানীয় একজনকে নিচ্ছি। এটা ১৬ তারিখ ফাইনাল করবো। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করা হবে না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।’

আরও বলেন, ‘আমাদের হাতে কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাব।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন