আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের পরবর্তী প্রধান বিচারপতি হতে যাচ্ছেন বিচারপতি কাজী ফায়েজ ঈসা। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি বুধবার (২১ জুন) প্রধান বিচারপতি হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছেন। ফায়েজ ঈসা বর্তমান প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের স্থলাভিষিক্ত হবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল আগামী ১৬ সেপ্টেম্বর অবসরে যাবেন। তার পরপরই প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি কাজী ফায়েজ ঈসা।
পাকিস্তানের সংবিধানের ১৭৯ অনুচ্ছেদ অনুসারে আগামী ১৬ সেপ্টেম্বর হবে বিচারপতি উমর আতা বান্দিয়ালের শেষ কর্মদিবস। এর পরদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর নতুন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ঈসা দায়িত্ব নেবেন।
কাজী ফায়েজ ঈসা ১৯৫৯ সালের ২৬ অক্টোবর পাকিস্তানের কোয়েটায় জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী মোহাম্মদ ঈসা ছিলেন পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা। তিনি পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
বিচারপতি ঈসা তার মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে কোয়েটার একটি বিদ্যালয় থেকে। পরে তিনি করাচিতে চলে যান এবং সেখানে তিনি ‘ও’ এবং ‘এ’ লেভেল শেষ করেন। এরপর তিনি চলে যান লন্ডনে এবং সেখানে তিনি বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন।
দেশে ফিরে ১৯৮৫ সালের ৩০ জানুয়ারি বিচারপতি ঈসা বেলুচিস্তান হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে যোগ দেন। পরে, ১৯৯৮ সালে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি পাকিস্তানের হাইকোর্ট, শরীয়া আদালত এবং সুপ্রিম কোর্টে ২৭ বছরের বেশি সময় আইন ব্যবসায় নিযুক্ত ছিলেন। সবশেষ তিনি ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন বিচারক হিসেবে শপথ নেন।