হোম খেলাধুলা পাকিস্তানের খেলাকে আবর্জনা বললেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে তারা হারিয়েছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। তবে পরের তিন ম্যাচে হেরেছে বাবর আজমের দল। শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। সেই ম্যাচের পরই সমালোচনার ঝড় বইছে পাকিস্তানের ওপর দিয়ে। আফগানদের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স আবর্জনার মতো মনে হচ্ছে সাবেক পাক অধিনায়ক ওয়াকার ইউনিসের কাছে।

আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ২৮২ রানের পুঁজি পেয়েছিল পাকিস্তান, যা ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আফগানরা। সেই ম্যাচে ন্যূনতম লড়াই করতে পারেনি বাবর আজমের দল। মূলত সাবেকরা সমালোচনা করছে পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে। শাহিন, রাউফ ও হাসান আলির পারফরম্যান্স হতাশাজনক ছিল।

আর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিসের কাছে তো সেদিনের পারফরম্যান্স আবর্জনার মতোই লেগেছে। আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন ওয়াকার।

৫১ বছর বয়সী কিংবদন্তি এই পেসার ধারাভাষ্যকার থাকাকালে বলেন, ‘পাকিস্তানের ক্রিকেট নিয়ে কিছু বলতে চাই না। ওরা আবর্জনার মতো খেলেছে। আফগানিস্তান অসাধারণ খেলেছে।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে হারের পর বেশি সমালোচিত হচ্ছেন দলের অধিনায়ক বাবর আজম। পারফরম্যান্সের পাশাপাশি তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। সাবেক পাক ক্রিকেটার আকিব জাভেদ তো বাবরের নেতৃত্ব কেড়ে নেয়ারই দাবি জানিয়েছেন।

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের এ সদস্য বলেন, ‘সাদা বলের সংস্করণে বাবর নিজেকে ভালো অধিনায়ক প্রমাণে ব্যর্থ হয়েছে। পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতের কথা মাথায় রেখে শাহিন আফ্রিদি সেরা পছন্দ হতে পারে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন