আন্তর্জাতিক ডেস্ক :
জাতীয় পরিষদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের লন্ডনের বাসার সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। জবাবে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলটির ব্যাপক সমালোচনা করেছেন জেমিমা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা আবিদ শের আলী বলেন, লন্ডনে জেমিমার বাসার সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ সময়ে ইমরান খানের বিরুদ্ধেও তিনি বিষোদগার করেন। এছাড়া তিনি জেমিমা গোল্ডস্মিথের বাড়ির ঠিকানাসহ একটি ছবি পোস্ট করেন টুইটারে।-খবর ডন অনলাইনের
জবাবে জেমিমা বলেন, আমার বাড়ির সামনে বিক্ষোভের ঘোষণা, আমার শিশুদের লক্ষ্যবস্তু বানানো ও সামাজিকমাধ্যমে ইহুদিবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। মনে হচ্ছে, আমি নব্বই দশকের সেই লাহোরে ফিরে গেছি।
পরে আবিদ শের আলী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিক্ষোভের জন্য দায়ী। রাজনৈতিক বিরোধীদের বাড়িতে হামলা ও প্রতিবাদ করতে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া ঘৃণাবাদ, সমকামিতা ও সন্ত্রাসবাদকেও উসকে দিয়েছেন ইমরান খান।
তবে জেমিমা খানের বাড়ির বাইরে বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেন আবিদ আলী। ইতিমধ্যে এ দুজনের বক্তব্যের মধ্যে ঢুকে পড়েছেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক হামিদ মীর।
এক টুইটপোস্টে তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের উচিত লন্ডনে নওয়াজ শরিফের বাড়ির সামনে বিক্ষোভ না করা। তেমনিভাবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজেরও উচিত হবে না জেমিমার বাড়ির সামনে জড়ো হওয়া। যারা কাচের বাড়িতে বসবাস করেন, তাদের উচিত না পরস্পরের দিকে ঢিল ছোড়া।
তবে এই সাংবাদিকের বক্তব্য খণ্ডন না করে জেমিমা বলেন, আমি ও আমার সন্তানেরা কোনো রাজনীতিতে জড়িত না। তারা সাধারণ নাগরিক হিসেবে জীবন যাপন করেন। এমনকি তারা সামাজিকমাধ্যমেও সক্রিয় না। এটিই হচ্ছে পার্থক্য।