স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে ভারতকে। রোহিত শর্মাদের কাছে এমনটাই চাওয়া বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। এ ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকরা উন্মাদনায় ভাসছে। তাদের সে আনন্দ যাতে মাটি না হয় তার জন্যই রোহিদতদের জয় প্রয়োজন বলে মনে করেন গাভাস্কার। সে সঙ্গে ভারত বিশ্বকাপ জয়ে স্বাগতিদেরই এগিয়ে রাখছেন তিনি। ২০১১ সালের পর বিশ্বকাপ জিততে না পারার দীর্ঘদিনের আক্ষেপ এবার ঘুচবে বলেই আশা সাবেক তারকার।
ক্রিকেট দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ ভারত-পাকিস্তান ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উন্মাদনার ধারেকাছেও নেই অন্য কারো ম্যাচ। রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় ১১ বছর ধরে বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। আর তাই বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্টই ভরসা সমর্থকরদের। ৫ অক্টোবর অনাড়ম্বর আয়োজনে মাঠে গড়িয়ে বিশ্ব ক্রিকেটের মহোৎসব। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ।
বিশ্বের সবচেয়ে বড় এই ভেন্যুতে হাইভোল্টেজ ম্যাচটির উন্মাদনায় ভাসছে পুরো ভারত। এমনিতেই দেশজুড়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এরমধ্যেই বিশ্বকাপের আনন্দ। বাড়তি পাওনা ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার সুযোগ। এ ম্যাচের উন্মাদনা এতটাই বেড়ে গেছে যে একটি টিকিটের দাম কালো বাজারে ৫৭ লাখ রুপি পর্যন্ত উঠেছে। নির্ধারিত দিনের হোটেল-মোটেলের বুকিং শেষ হয়ে গেছে আগেই। উপায় না পেয়ে অনেকে হাসপাতালের সিটও বুকিং দিয়ে রেখেছেন।
যে ম্যাচ ঘিরে এমন উন্মাদনা, সেখানে দল না জিতলে হয় কি করে! রোহিত শর্মাদের তাই বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অনুরোধ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার।
তিনি বলেন, ‘আপনি যদি দেশের যেকোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তাদের চাওয়া কী? সবাই একবাক্যে বলবে পাকিস্তানকে হারাতে চাই। তারপর বিশ্বকাপ ভাবনা। বাবরদের হারানো ভারতীয়দের কাছে বিশ্বকাপ জয়ের চেয়ে কোনো অংশেই কম নয়।’
গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে গাভাস্কার বিশ্বকাপ জয়ে ভারতেই এগিয়ে রেকেছেন। তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপে ভারতই ফেভারিট। ব্যাটিং-বোলি সব বিভাগেই আমরা সেরা। এটাই সুযোগ দীর্ঘদিন ধরে আইসিসির কোনো ইভেন্টে শিরোপা খরা ঘোঁচানোর। আশা করছি রোহিতরা আমাদের আনন্দে ভাসাবে।’
ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছে দুদল। প্রতিবারই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে টিম ইন্ডিয়া।