হোম খেলাধুলা পাকিস্তানকে ধুইয়ে দিলো অস্ট্রেলিয়া

পাকিস্তানকে ধুইয়ে দিলো অস্ট্রেলিয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে অজিরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২৯ হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্রিসবেনে বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে আসে ৭ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোনিয়াসের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৩ করেন। এছাড়া স্টোনিয়াস ৭ বলে ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি নেন ২টি উইকেট।

৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিসের বোলিং তোপে ধুঁকতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। দ্রুত রান তুলতে গিয়ে মাত্র ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে সফরকারীরা।

হাসিবুল্লাহ খান, আব্বাস আফ্রিদি ও শাহীন আফ্রিদি ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

আব্বাস আফ্রিদি ১০ বলে ২০ ও হাসিবুল্লাহ খান ৮ বলে ১২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে জেভিয়ার বার্টলেট ও নাথান এলিস নেন ৩টি করে উইকেট। এছাড়া অ্যাডাম জাম্পা নেন ২টি উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন