হোম জাতীয় পাকস্থলিতে ২ হাজার ইয়াবা!

জাতীয় ডেস্ক :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ স্বপন মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সময় তার পাকস্থলি থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযুক্ত স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূঁইয়ার সন্তান। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জিয়াউল হক আরও জানান, গতকাল রাত আটটায় অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএন সদস্যেরা স্বপন মিয়াকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি পাকস্থলিতে ইয়াবা বহন করছেন। এ তথ্য পাওয়ার পর তাকে নিকটস্থ হাসপাতালে এক্স রে পরীক্ষা করলে তার পাকস্থলিতে ইয়াবার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলি থেকে ৪০ ইয়াবা বের করে দেন অভিযুক্ত স্বপন। এই ক্যাপসুলগুলি থেকে সর্বমোট ১৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন