হোম খেলাধুলা পাওয়ার প্লে’র চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় শেখ মেহেদী

পাওয়ার প্লে’র চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় শেখ মেহেদী

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নিয়মিত চ্যালেঞ্জ নিয়ে থাকেন টাইগার স্পিনার শেখ মেহেদী। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই চ্যালেঞ্জ নিতে হবে তাকে। তবে পাওয়ার প্লে’তে বোলিং করা যতটা না উপভোগের বিষয়, তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং এমনটাই মনে করেন শেখ মেহেদী।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৭ বার শেখ মেহেদীকে উদ্বোধনী বোলিংয়ে আনা হয়েছে । শুরুতে বোলিংয়ে এসে সাফল্যও পেয়েছেন তিনি। ক্যারিয়ারের ৩৮ টি-টোয়েন্টি উইকেটের ২০ উইকেটই মেহেদী পেয়েছেন এই পাওয়ার প্লে’তে বোলিং করে।

তবে পাওয়ার প্লে’তে বোলিং করা ততোটা সহজ নয়। বৃত্তের বাইরে দুইজন মাত্র ফিল্ডার থাকায় প্রতিপক্ষের রানের গতিও আটকে রাখতে হয় বোলারদের। এখানেও সফল শেখ মেহেদী। তবে পাওয়ার প্লে’তে বোলিং করা যে বেশ চ্যালেঞ্জিং তা বিসিবি’কে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

শেখ মেহেদী বলেন, ‘উপভোগ করা থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু টি-টোয়েন্টি ক্রিকেট (হচ্ছে) রানের খেলা। এখানে যত কম রানে আটকানো যায় বোলিং করে। ওই চ্যালেঞ্জটাই বেশি থাকে। উপভোগের থেকে চ্যালেঞ্জটাই বেশি এখানে।’

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লে’তে বোলিংটা উপভোগ করতে চান মেহেদী। তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লে’তে। উপভোগের সুযোগ তো একদমই থাকে না। (এরপরও) সেখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হবে।’

২০১৮ সালে অভিষেক হওয়ার পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয় মেহেদীর। এরপর অবশ্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েন এই স্পিনার। তবে এবারের বিশ্বকাপে আবারও দলে জায়গা হয়েছে তার। আবারও দলে ফিরতে পেরে আল্লাহ’র শুকরিয়া আদায় করেছেন মেহেদী।

সাক্ষাৎকারে মেহেদী বলেন, ‘দল থেকে বাদ পড়লে যে কোনো খেলোয়াড়ের জন্যই খারাপ লাগে। আমার ক্ষেত্রেও একই ছিল। কিন্তু ফেরাটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আবার ফিরতে পেরেছি আলহামদুলিল্লাহ।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন