হোম খুলনা পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে মন্টু: সাংবাদিকতা হোক দেশের স্বার্থে 

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে মন্টু: সাংবাদিকতা হোক দেশের স্বার্থে 

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ( আল-মদিনা মার্কেট চত্ত্বরে) প্রধান অতিথি হিসেবে বক্তব্যে (ভার্চুয়াল) জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা দেশ ও জাতির জন্য শান্তি ও কল্যাণ বয়ে আসবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন। এসময় তিনি আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে।
পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় ও জিএম মিজানুর রহমান মিজানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ বলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা নিরপেক্ষতার সঙ্গে সাংবাদিকতার চর্চা করছেন। ফলে পাইকগাছা উপজেলাসহ দেশবাসীর কাছে সঠিক সংবাদ পৌঁছে যাচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, জামায়াতের পৌর আমীর ডাঃ আসাদুল হক, নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সদস্য সচিব সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ গোলাম কিবরিয়া রিপন, মৎস্য আড়ঃৎদারী সমবায় সমিতির সভাপতি আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা হুরাইরা বাদশা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দিন নায়েব, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ। নির্বাহী সদস্য হাফিজুর রহমান রিন্টু, মোঃ জহুরুল হক। সদস্য রাবিদ মাহমুদ চঞ্চল, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, জিএম আনারুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, মোঃ শফিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন