পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় এম্বুলেন্সের ধাক্কায় ভ্যান যাত্রী বিজিবি সদস্য (অবঃ) নিহত।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ী ফিরছিলেন অবসারপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন সরদার (৬৮)। তিনি পুরাইকাটি গ্রামের মৃত্যু মান্দার সরদারের ছেলে। কাজ শেষে গদাইপুর কর্মকার পাড়ার সামনে প্রধান সড়কের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী এম্বুলেন্সের ধাক্কায় পড়ে যেয়ে গুরুতর আহত হন তিনি। প্রথমে পাইকগাছা হাসাপাতালে নেয়ার পর তার অবস্থা আশংকা জনক হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পরিবারের লোকেরা তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে সোমবার সকাল ৭ টার দিকে তিনি মারা জান বলে তার ভাই শহিদুল ইসলাম জানান। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ সেখানে ছিল বলে পরিবারের লোকেরা জানিয়েছন।