পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অসুস্থতার কারণে ফুফাতো ভাইকে চিংড়ি ঘের দেখভালের দায়িত্ব দিয়ে বিপাকে পড়েছে মামাতো ভাই। এব্যপারে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
সরেজমিন ও মামলার বিবারণে জানা যায়,উপজেলার হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদের পশ্চিম পাশে এক একর জমিতে পুরাইকাটী গ্রামের আব্দুস ছালাম চিংড়ী ঘের করে আসছে। যে জমি তিনি একসনা বন্দোবস্ত নিয়ে দখল করছেন।
এব্যাপারে জনাব আলী মোড়লের ছেলে ঘের মালিক আব্দুস ছালাম মোড়ল বলেন,আমি ২০১২ সাল থেকে ঘের করে আসছি। গত তিন বছর আগে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়ি। একারণে তা দেখাশোনার জন্য আমার ফুফাতো ভাই গোপালপুর গ্রামের মজিবার দফাদারকে দায়িত্ব প্রদান করি। এবছর এসে জমির দখল না ছাড়ার পায়তারা করছে। একারণে পাইকগাছা নির্বাহী ম্যাজিস্ট্রেট আালতে ৩১ জানুয়ারী এম আর ৪৭/ ২০২৪ মামলা করি। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের জন্য সহকারী ভুমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মামলার খবর পেয়ে মুজিবর দফাদতার তড়িঘড়ি করে চিংড়ি ঘেরটি দখলে নেয়ার জন্য পায়তারা করছে।
এব্যাপারে প্রতিপক্ষ মুজিবর দফাদার জানান, এচিংড়ি ঘের আগে তার ছিল এখন আমার বলে মোবাইল সংযোগ বিছিন্ন করে দেন।