হোম খুলনা পাইকগাছায় গুটি ইউরিয়া সার কারখানা থাকলেও মিলছেনা সার, কৃষকরা দিশেহারা

পাইকগাছা প্রতিনিধি :

আমনের ভরা মৌসুমে পাইকগাছায় মিলছেনা গুটি ইউরিয়া সার। ফলে কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের। এদিকে বারবার উদ্ধতন কর্তৃপক্ষ তাগাদা দিয়েও উৎপাদনে ব্যবস্থা করছেনা উপজেলা কৃষি অফিস।

জানাগেছে উপজেলার কপিলমুনি এলাকায় একমাত্র গুটি ইউরিয়া কারখানা অবস্থিত। গত ২১ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাহাঙ্গীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা কারখানাটি পরিদর্শন করেন। সেসময় গুটি ইউরিয়া উৎপাদন জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য মৌলিক নির্দেশনা দেন। গত ২৪ সেপ্টেম্বর গুটি ইউরিয়া সার কারখানার মালিক আবু হেনা সরদার গুটি ইউরিয়া উৎপাদনের জন্য উপজেলা সার ও বিজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে উপজেলা কৃষি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জন্য আবেদনটি পাঠান। আবেদন পাওযার পরেও আজো কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানান, গুটি ইউরিয়া সার কারখানার চালু আছে। তবে আমন মৌসুমে এর চাহিদা খুবই কম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন