পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় মোবাইল জোয়া খেলে ঋণের দায়ে নাজমুল ইসলাম সরদার নামে এক যুবক (২৮) বিষ পান করে আত্মহত্যা করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিষ পানের কারনে সে মৃত্যু বরণ করেন। সে উপজেলার কালুয়া গ্রামের মৃত্যু আবদুল গফুরের ছেলে।
শক্রবার সন্ধায় বাসা থেকে বাহির হয়ে কালুয়া বাল্লায় এসে জৈনক ব্যাক্তির সাথে নাজমুল কথা বলেন যে, আমার কাছে কয়েক জন মোটা অংকের টাকা পাবে দিতে নাপারলে বিষ খাওয়া ছাড়া উপায় নেই। এ কথা বলে সে মৌখালী বাজারে যায়। সন্ধা সাতটার দিকে বাজার থেকে ফিরে হাড়িয়ার ডাঙ্গা মাথায় মাসুমের চায়ের দোকান এসে আমি বিষ খেয়েছি বলে মাঠিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষিন স্থানীয়রা নাজমুল কে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে। রোগীর অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। নাজমুল কে উন্নাত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার প্রতিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে আঠারো মাইল নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, নাজমুল দেনার দায়ে বিষপান করে আত্মহত্যা করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।