পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
গ্রাম বাংলার অতীত ঐতিহ্য কৃষকের গরু-লাঙ্গল, জোয়াল, মৎস্যজীবীর ক্ষেপলা জাল, মাছ রাখার খারাই, বর-নববধুর বাহন পালকি, পল্লী বধুর কাকে কলস, ধান-চাল ঝাড়ানো কুলা, সোনালী ফসল ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-ফেস্টুন হাতে নিয়ে ঢুলির তালে তালে নেচে গেয়ে খুলনার পাইকগাছায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পৌর বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বণার্ঢ্য শোভাযাত্রা মধ্যো দিয়ে জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের নেতৃত্বে পৌর বিএনপির নেতা-কর্মীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প নিয়ে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্য গরু-লাঙ্গল, জোয়াল, ক্ষেপলা জাল, খারাই, পালকি, কলস, কুলা, ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-ফেস্টুন নেতা-কর্মীদের হাতে শোভা পায়।
বিশাল শোভাযাত্রা শেষে পাইকগাছা জিরো পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়।পথসভায় পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মোড়ল, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউদ্দীন নায়েব, পৌর যুবদলের আহ্বায়ক জি এম রুম্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর বিএনপির নেতা মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক ছাত্রদল নেতা সোহেল রাশেদ জনি, বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন বাবুল, ছাত্রদলের আহ্বায়ক আরিফুজ্জামান, সদস্য সচিব সবুজসহ পৌর বিএনপি বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।