পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
“দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস এর সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান মোড়ল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী।
সাংবাদিক আব্দুল আজিজ এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,ইউআরসি ইন্সট্রেক্টর ইমান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ খায়রুল ইসলাম।সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল ওহাব বাবলু,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,, মোঃ আসাদুল ইসলাম,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফসিয়ার রহমান,মাজহারুল ইসলাম মিথুন, জেলা ছাত্রলীগনেতা মৃনাল কান্তি বাছাড়,রেডক্রিসেন্ট সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ,কাজী ফারহানা আফরোজ,সিপিপি ডেপুটি টিম লিডার শেখ জুলি,পৌর টিম লিডার কবির হোসেনসহ সিপিপি ও রেডক্রিসেন্ট এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।