হোম খুলনা পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় দ্বারে দ্বারে মালিক: আদালতে মামলা

পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় দ্বারে দ্বারে মালিক: আদালতে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

মানছুর রহমান জাহিদ:
খুলনার পাইকগাছায় ৭০ বছরের দখলীয় চিংড়ি ঘের অবৈধভাবে দখল করায় তা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ঘের মালিক। বিষয়টি নিয়ে উভয়পক্ষ একাধিক মামলায় জড়িয়ে পড়েছে।

মামলার বিবারণ ও সরজমিনে জানা যায়, উপজেলার রায়পুর গ্রামের দীপক কুমার মুনি ওয়ারেশ সুত্রে শেখরডাংগা মৌজায় (কোশিয়ার) ডিসির মুলে ৪০ বিঘা জমি ভোগ দখল করে আসছেন। যার ভিপি লীজ কেস নম্বর ২৪ / ৬৬ – ৬৭। তাছাড়াও সায়রাত ৬১ / ৬৪-৬৫ নং কেসে এবং রেকডীয় মালিক মতিলাল মুনির ওয়ারেশ কিছু জমি রেকর্ড প্রাপ্ত হন। ইতোমধ্যে ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে কপিলমুনির আশুতোষ দত্ত, দীপংকর দত্ত ও নারায়ণ দত্ত স্হানীয় রেজাকপুর গ্রামের মৃত সমসের সরদারের ছেলের মাধ্যমে ২৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। এ সময় বাধা দিতে গেলে দীপক মুনিরসহ তার লোকজনকে মারপিট করে ঘের থেকে বের করে দেয়। টানা জাল দিয়ে মাছ ধরে নেয়। ক্ষতিসাধন করে প্রায় দেড় লক্ষাধিক টাকার।

এ বিষয়ে প্রতিপক্ষ সোহরাব আলী সরদার জানান, তিনি দীপংকর দত্তদের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে হারিতে লীজ নিয়ে দখলে গিয়েছি। কার কি বৈধ বা অবৈধ কাগজ আছে তা তারাই ভাল বলতে পারবেন।এ বিষয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের নামে ১৩-৪-২০২৫ তারিখে সি আর ৩৪৭/ ২০২৫মামলা করেছে। আদালত বিষয়টি তদন্তপুর্ক প্রতিবেদন দেয়ার জন্য থানায় পাঠিয়েছে।

থানার উপ পুলিশ পরিদর্শক নুরে আলম শুক্রবার বিকেলে সরজমিনে তদন্ত করেছেন বলে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন