হোম খুলনা পাইকগাছায় এক আইনজীবীর বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন 

পাইকগাছায় এক আইনজীবীর বিরুদ্ধে প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন 

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছা রিপোর্টার্স  ইউনিটিতে প্রতারনা ও মিথাা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেয়ায় এ্যাড, শিবু প্রসাদ সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পুর্ব ভ্যাকটমারী গ্রামের তফেজ উদ্দীনের ছেলে  রাজিকুল ইসলাম হযরত বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবু প্রসাদের কাছ থেকে তিনি ২০২৪ সালে ৮ বিঘা জমি মৌখিক ভাবে ৫ বছরের জন্য লীজ গ্রহণ করেন। বিঘা প্রতি বাৎসরিক ১০ হাজার টাকা চুক্তিতে এক বছর আগেই টাকা পরিশোধ করে আসছি। তিনি বছরে বছরে হারির টাকা বাড়ানোর জন্য চাপ দেন। এমন কি ২০২৬ সালের জন্য ১ লাখ টাকা চাপ দেয়। ১৪ জুলাই ৫০ হাজার টাকা গ্রণ করেন। বাকী ৫০ হাজার টাকা ২০ জুলাই দেয়ার কথা থাকে কিন্ত দিতে দেরী হওয়ায় তিনি এ জমি অন্যত্র বেশি টাকায় লীজ প্রদান করেন। তাছাড়া আমার কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকার বিষয়টি অস্বীকার করেন। এনিয়ে কথা কাটাকাটি হলে তাকে বিভিন্ন মামলা মকদ্দমায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেন।
তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন এ্যাড শিবু প্রসাদ সরকার একজন প্রতারক। তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল ও পাইকগাছা আইনজীবি সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে।
এবিষয়ে এ্যাড শিবু প্রসাদ বলেন, আমি বাৎসরিক চুক্তিতে লীজ প্রদান করি। ঠিকমত টাকা না দেয়ায় অন্যত্র লীজ দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন