হোম অন্যান্যসারাদেশ পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর বিজয় দিবস উদযাপন।

পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর বিজয় দিবস উদযাপন।

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ
জয়দেব চক্রবত্তী ,কেশবপুর প্রতিনিধি:
পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ৪৯ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে  অালোচনা ও  কবিতা অাবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় সংগঠনের কার্যালয়ে। সংগঠনের সম্পাদক তাপস মজুমদারের সঞ্চালনায় অালোচনা করেন পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে, প্রধান শিক্ষক প্রভাত কুণ্ডু, সংগঠনের সহ সভাপতি সমীর দাস,  সুব্রত বসু,পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুর অালী গোলদার, মহিউদ্দিন অাহম্মেদ, মাসুদা বেগম বিউটি, তাপস বিশ্বাস, হাদিউজ্জামান জয়, অনুষ্ঠানে কবিতা অাবৃত্তি করেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক তপন নন্দী, ছড়াকার দীপক বসু, সত্যজিৎ চক্রবর্তী, প্রনব মন্ডল মানব, রিম্পা বসু,মিহির বসু,  বিজয় দিবসের অর্জনকে তুলে ধরে একক অভিনয় করেন রবীন্দ্র নাথ কুন্ডু।
জয়দেব চক্রবত্তী

সম্পর্কিত পোস্ট

মতামত দিন