হোম জাতীয় পাঁচদিন পর কিশোরের মরদেহ ফেরত দিল বিএসএফ

জাতীয় ডেস্ক :

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কিশোর মিনার বাবুর মরদেহ পাঁচদিন পর পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার (৭ সেপ্টেম্বর) বিএসএফের গুলিতে নিহত হয় ওই কিশোর।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মরদেহ ফেরতের তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক তানভিরুল ইসলাম।

তিনি জানান, মরদেহ গ্রহণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এরপর বিজিবি সদস্যরা সোমবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি কিশোর মিনার বাবুর (১৬) মরদেহ সেখানে নিয়ে আসেন।

জানা যায়, মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ৩০ মিনিটের পতাকা বৈঠক হয়। পরে বিকেল সাড়ে ৪টায় মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত কিশোর মিনার বাবুর বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলেকে অন্যায়ভাবে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তিনি এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

গত বুধবার রাতে স্কুলছাত্র মিনহাজুর রহমান মিনার বাবু ৫/৬ জনকে নিয়ে কচ্ছপের শুটকি আনতে সীমান্ত অতিক্রমকালে বিএসএফের গুলিতে নিহত হয়। মিনার বাবু সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন